২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দেবীগঞ্জে পানিতে ডুবছে বাবুর স্বপ্ন

দেবীগঞ্জে পানিতে ডুবছে বাবুর স্বপ্ন। - ছবি : নয়া দিগন্ত

দেবীগঞ্জ ময়নামতি চরের পাশে প্রায় ১২ বিঘা জমিতে আমরুপালির বাগানে টানা কয়েক দিন বৃষ্টিতে এক হাজার ২০০ আমগাছ পানিতে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন আম বাগানের চাষি বাবু।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় আম বাগানে একবুক পানি। বাগানের আম পানিতে তলিয়ে আছে। বাবুর ধারণা ছিল, আম বিক্রি করে লাভ হবে সাত-আট লাখ টাকা, কিন্তু হঠাৎ টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায় তার স্বপ্ন ভেস্তে যায়। বাগানে পানি থাকায় আম সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বছর তাদের আম বাগানে খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা।

বাবু বলেন, বাগানে পানি থাকায় আমরা আম সংগ্রহ করতে পাচ্ছি না।পানির কারণে আমগুলো ফেটে যাচ্ছে। প্রতিটি গাছে থেকে ২০-২৫ কেজি আম পাওয়া যেত। কিন্তু বাগানে পানি আসায় আমাদের এই বছর প্রায় সাত-আট লাখ টাকার ক্ষতি হচ্ছে।

দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাফিয়ার রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই। আমরা পরামর্শ দেব বাগানের গাছগুলোকে যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়।


আরো সংবাদ



premium cement