১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

- ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী আনোয়ারা বেগমকে (৩৫) হত্যার দায়ে স্বামী আতোয়ার রহমানকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

আসামি আতোয়ার রহমান এ সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আতোয়ারের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সতীরজান গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রিয়াজল আকন্দের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে সুতিরজান গ্রামের আতোয়ার রহমানের সাথে আনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তিনি স্ত্রীর উপর নির্যাতন চালাতে থাকেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমকে (৩৫) তার স্বামী আতোয়ার রহমান যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখেন। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত আনোয়ারার ভাই মহির উদ্দিন সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শামসুল আলম ও নিরঞ্জন কুমার ঘোষ।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রমিজ খানের ইন্তেকাল দরিদ্রতম দেশগুলোর উন্নয়ন ঐতিহাসিক মাত্রায় বিপরীতমুখী : বিশ্ব ব্যাংক ঢাকাসহ ৩ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫ দেশকে অপশাসন মুক্ত করতে আলেমদের ভূমিকা রাখতে হবে : ড. রেজাউল করিম ইরানের হামলার জবাব দেয়া হবে : ইসরাইলের সেনা প্রধান সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চাইবেন ড. ইউনূস ইরান-ইসরাইলের প্রতিদ্বন্দ্বিতায় নতুন মোড়, এখন যা হবে ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ : নিহত বেড়ে ১৩ গরমের সময় বড় আতঙ্ক সোডিয়ামের ঘাটতি

সকল