২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শৈত্যপ্রবাহ আর কুয়াশায় দেবীগঞ্জে জেঁকে বসেছে শীত

শৈত্যপ্রবাহ আর কুয়াশায় দেবীগঞ্জে জেঁকে বসেছে শীত - ছবি : নয়া দিগন্ত

মৃদু শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে আবারো জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম বাতাস ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাত যত গভীর হয় ততই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরেছে।

শীতের কাপড়ের অভাবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলো বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। ফলে তারা চরম দুর্ভোগে পড়েছে।

বুধবার সকালে ঘনকুয়াশা থাকার কারণে দেবীগঞ্জে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ মো: রাসেল শাহ জানিয়েছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন থেকে তাপমাত্রা উঠা-নামা করছে। আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ



premium cement