২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নাগেশ্বরীতে আ.লীগের ভরাডুবি, ১৩ ইউপিতে নৌকা ৩

- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৩ ইউনিয়নে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩ ইউপিতে সরকার দলীয় নৌকার প্রার্থী মাত্র ৩টিতে জয়ী হয়েছেন। অপরদিকে নৌকার বিপরীতে জয়ী হয়েছেন ১০ প্রার্থী।

তাদের মধ্যে জাতীয় পার্টির ৪ জন ও স্বতন্ত্র ৬ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১৩ ইউনিয়নের ১২৬ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ২ লাখ ৪২ হাজার ২১৫ জন ভোটার ভোট দেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৩৩৭ জন ও মহিলা ১ লাখ ২০ হাজার ৮৭৮ জন।

চেয়ারম্যান পদে ৮৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইভিএম ভোটে সন্তোষপুরে টানা তৃতীয়বারের মত আওয়ামী লীগ প্রার্থী লিয়াকত আলী লাকু জয়ী হয়েছেন।

অন্যান্যরা হলেন - রামখানায় জাতীয় পার্টির জালাল উদ্দিন, রায়গঞ্জে আনারস প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান দীপ মণ্ডল, বামনডাঙ্গায় মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান রনি, বেরুবাড়িতে আওয়ামী লীগ প্রার্থী সোলায়মান আলী, কালীগঞ্জে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত রিয়াজুল হক প্রধান, ভিতরবন্দে আনারস প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম শফি, নুনখাওয়ায় আওয়ামী লীগের আমিনুল ইসলাম, হাসনাবাদে জাপার নুরুজ্জামান সরকার, নারায়নপুরে চশমা প্রতীক নিয়ে রংপুর মহানগর বিএনপি সদস্য স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা, কেদারে জাপার আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ, কচাকাটায় জাপার শাহাদৎ হোসেন মণ্ডল, বল্লভেরখাস ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী এস এম আব্দুর রাজ্জাক বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত অপহরণের ২৬ ঘণ্টা পর সাংবাদিকের বড় ভাই উদ্ধার

সকল