২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হাতি দিয়ে নির্বাচনী প্রচারণা

হাতির পিঠে চড়ে নির্বাচনী ব্যানার ঝুলিয়ে প্রচারণা চালাতে দেখা যায় সোহেল রানাকে - ছবি - নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন প্রচারণা জমে উঠেছে। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। পেশায় তিনি ড্রাইভার। তার নির্বাচনী প্রতীক হাতি। তাই তিনি প্রচারণায় নেমেছেন প্রতীকী কোনো হাতি নিয়ে নয়, জীবন্ত হাতি নিয়ে! এমন অভিনব প্রচারণা নজর কেড়েছে অনেকের।

নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকার জন্য বিশাল আকৃতির একটি হাতির পিঠে চড়ে নির্বাচনী ব্যানার ঝুলিয়ে প্রচারণা চালাতে দেখা যায় সোহেল রানাকে। এসময় হাতি শুঁড় তুলে জনসাধারণকে শুভেচ্ছাও জানাচ্ছিল।

সমর্থকরা বলছেন, হাতি দিয়ে নির্বাচনী প্রচারণায় বাড়তি আমেজ সৃষ্টি হয়েছে। তার এ ব্যতিক্রমধর্মী প্রচারণায় এলাকাবাসী ও সমর্থকরা বেশ উপভোগ করছেন।

এ ব্যাপারে সোহেল রানা বলেন, বাঙালীর কাছে নির্বাচন হচ্ছে একটি উৎসবের মতো। তাই নিজের নির্বাচনকে আরো বেশি উৎসবমুখর করে তুলতে প্রচার-প্রচারণায়ও ভিন্নতা এনেছি।


আরো সংবাদ



premium cement