১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন, সরকারিভাবে বেতন ভাতার দাবি

পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন, সরকারিভাবে বেতন ভাতার দাবি - ছবি : সংগৃহীত

সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদান ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার দুপরে পাটগ্রাম পৌরসভা কার্যালয়ের সামনে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা।

প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আক্তার, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা, সংগঠনের পাটগ্রাম কমিটির সভাপতি মোবারক আলী ও সহ-সভাপতি অধীর চন্দ্র রায়।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের পাটগ্রাম কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন। তিনি বলেন, আমাদের নয় মাস থেকে বেতন বাকি এসব টাকা গত মেয়রের সময়ে বকেয়া পড়েছে। সেই টাকা আজও দেয়া হচ্ছে না। সারাদেশে তিন শ’ ২৮টি পৌরসভা। তার মধ্যে বেশিরভাগ পৌরসভার এক তৃতীয়াংশ কর্মচারীর বেতন বকেয়া রয়েছে। আমাদের বেতন যদি এভাবে বকেয়া পড়ে থাকে তাহলে সংসার চলবে কিভাবে?

এ সময় বক্তারা সরকারেরকাছে অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানিয়ে বলেন, পৌরসভার কর্মচারীদের বেতন পৌরসভা থেকে নয় তাদের বেতন সরকারি কোষাগার থেকে দিতে হবে। তা না হলে তারা দাবি আদায়ের আন্দোলনে যেতে বাধ্য হবে।


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল