২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অবৈধ পথে ভারত যাওয়া ১০ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

- ছবি : নয়া দিগন্ত

অবৈধ পথে ভারত যাওয়া ১০ বাংলাদেশী নাগরিককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। কাজের সন্ধানে তারা ২০১৬ সালের দিকে ভারতের দিল্লিতে গিয়েছিল।

বিজিবি জানায়, সোমবার দুপুরে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর ১৯২ বিএসএফ বাংলাদেশী ওই ১০ নাগরিককে ভূরুঙ্গামারীর পশ্চিম ভোটহাট এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৮-এর সাব পিলার ১০-এর নিকট হস্তান্তর করে। পরে বিকেল ৫টার দিকে তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

অবৈধ পথে ভারত যাওয়া ওই নাগরিকরা হলেন, নাগেশ্বরী উপজেলার আব্দুল মান্নান (৬০), খোতেজা (৫৫), শহীদুল ইসলাম(২৭), জেলেখা খাতুন(২৫), সুমাইয়া খাতুন (৫), ফুলবাড়ি উপজেলার আমিনুল ইসলাম (৪০), আমিনা খাতুন (৩৫), আরিফা (১৫), আরমান আলী (৫) ও হাফিজুল ইসলাম (১৭)।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম তৌহিদুল ইসলাম বাংলাদেশী নাগরিক হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, বাগভান্ডার বিজিবি বিকেলে বাংলাদেশী ১০ নাগরিককে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement