২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ঘরে খাবার নেই, ৩ নবজাতক নিয়ে ৩ দিন না খেয়ে মা!

ঘরে খাবার নেই, ৩ নবজাতক নিয়ে ৩ দিন না খেয়ে মা! - ছবি- নয়া দিগন্ত

এমনিতেই অভাবের সংসার। করোনা মহামারীতে স্বামীর আয়-রোজগার বন্ধ। এর মধ্যে শুক্রবার একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ফরিদা বেগম (২৬)। আগেও চার বছরের এক ছেলে আছে ফরিদা বেগম ও জিয়াউর রহমান দম্পতির।

তিন নবজাতক সন্তানসহ মা ফরিদা বেগম শারীরিকভাবে সুস্থ। তবে ঘরে কোনো খাবার নেই। তিন দিন ধরে না খেয়ে বেশ ক্লান্ত এই মা। আর মা খেতে না পাওয়ায় বুকে দুধও আসছে না। ফলে খাবার পাচ্ছে না তিন নবজাতক। ক্ষুধার যন্ত্রণায় এখন ছটফট করছেন ফুটফুটে জমজ নবজাতকরা। এক দিকে নিজে না খেয়ে আছেন। অপর দিকে সন্তানদের এমন দৃশ্য দেখে দু’চোখের পানি ফেলছেন অসহায় মা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের বলদী বাতান গ্রামের ঘটনা এটি। বুধবার সকালে ওই গ্রামে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

ওই গ্রামের মেনাজ উদ্দীনের ছেলে জিয়াউর রহমানের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় একই উপজেলার মাহিয়ারপুর গ্রামের মৃত জয়েব উদ্দীনের মেয়ে ফরিদা বেগমের। স্বামী জিয়াউর রহমান পেশায় গরু ব্যবসায়ী (দালাল)। করোনা মহামারীর কারণে গরুর হাটসহ প্রায় সব ধরনের হাট-বাজার বন্ধ। ফলে আয়ের পথও বন্ধ হয়ে গেছে জিয়াউর রহমানের। এমন অভাব-অনটনের মধ্যে গত শুক্রবার একসাথে তিন কন্যা সন্তান আসে জিয়ার ঘরে।

ফরিদা বেগম বলেন, ‘মোর বাড়িত খাওয়ার নাই। মুই তিন দিন ধরি না খায়া আছো (না খেয়ে আছি)। ছইলগুলাক (সন্তানদের) কি খায়াও (খাওয়াবো)? ওমার (অন্যের) বাড়ি থাকি একনা গুড় চায়া আনি ছইলগুলাক হালওয়া বানি দিছো (নবজাতকদের গুড় দিয়ে হালুয়া বানিয়ে দিয়েছি)। স্বামী হাটোত যায়া (হাটে গিয়ে) কামাই করিয়া আনছিল তাও করোনায় লকডাউনের কারণে বন্ধ হয়া গেইছে। ছইলগুলাক মুই কী খিলাও (সন্তানদের কী খাওয়াবো), মুই কি খাও (আমিবা কী খাবো)? খাওয়ন না পায়া মোর ছইলগুলা শুকি গেল (খাবারের অভাবে সন্তানগুলো শুকিয়ে গেছে)।’

ফরিদার স্বামী জিয়াউর রহমান জানান, শুক্রবার গভীর রাতে তার স্ত্রী তিন কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে জমজ ওই তিন নবজাতকসহ মা ফরিদা বেগম বাড়িতে সুস্থ আছেন।

গরুর হাট বন্ধ থাকায় করোনায় সংসারের আয়ও বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে দিনমজুর হিসেবে কাজ করে জিয়াউর রহমান যা পান, তা দিয়েই স্ত্রী ও সন্তানদের নিয়ে তার সংসার চলছে। কিন্তু কাজ না থাকায় তিন ধরে ঘরে কোনো খাবার নেই বলেও জানান জিয়াউর রহমান।

মাত্র আড়াই শতাংশ জমিতে দু’টি টিনের ঘরে বসবাস পরিবারটির। আবাদি কোনো জমি নেই।

ফেয়ার প্রাইজ কার্ড কিংবা ভিজিএফ- কোনোধরনের সরকারি সাহায্য সহযোগিতাও পান না জিয়াউর রহমান। তিনি আরো জানান, সরকার কঠোর লকডাউন ঘোষণা করায় বর্তমানে আয়-রোজগার না থাকায় অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে দিনাতিপাত করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া বলেন, খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল