২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উলিপুরে ছেলের ঝগড়া থামাতে এসে লাশ হলেন মা

- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে জমি থেকে সরকারি রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে জরিনা বেগম (৭০) নামে এক
বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিষ্ণুবল্লভ তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ একরামুল নামে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের ছেলে অটোচালক বাদশা মিয়ার (৪৫) বাড়িতে যাওয়ার সরকারি রাস্তায় গর্ত তৈরি হয়। এতে করে বাদশা মিয়ার অটোরিকশা যাতায়াতসহ জনসাধারণের পথ চলতে অসুবিধায় পড়তে হয়।

সোমবার সকালে রাস্তার পাশে একরামুলের জমি থেকে গর্ত ভরাট করার জন্য মাটি কাটতে শুরু করেন বাদশা মিয়া। এ সময় জমির মালিক একরামুল এসে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ছেলের সঙ্গে ঝগড়া লাগার খবর শুনে জরিনা বেগম ঘটনাস্থলে হাজির হন। কথা কাটাকাটির একপর্যায়ে একরামুল জরিনাকে ধাক্কা দিলে রাস্তার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে
একরামুলকে আটক করা হয়।

নিহতের স্বজনদের দাবি, ঝগড়ার একপর্যায়ে একরামুল বৃদ্ধ জরিনা বেগমকে গলা চেপে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement