২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্মার্টফোন কিনে না দেয়ার যুবকের আত্মহত্যা

স্মার্টফোন কিনে না দেয়ার যুবকের আত্মহত্যা -

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্মার্টফোন কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান করে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মোবারক (২১) নামের এক যুবক। রোববার বিকেলে উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোবারক ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

মোবারক আলীর বাবা আব্দুল হাকিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে আমার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেয়ার বায়না করে। সাংসারিক অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি। এ নিয়ে জিদ করলে, দেরি হবে কিছু দিন পরে কিনে দিবো বলে জানাই তাকে। ফোন কিনে দিতে দেরি হবে একথা শুনে অভিমান করে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে মোবারক।

বিকেলের দিকে মোবারকের মা মুসলিমা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের সড়ের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

অভিমানে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।


আরো সংবাদ



premium cement