২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফুলবাড়ী সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় যুবককে ২৪ ঘণ্টা পর ফেরত দিলো বিজিবি

ফুলবাড়ী সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় যুবককে ২৪ ঘণ্টা পর ফেরত দিলো বিজিবি - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক পাচারের সময় বিএসএফের গুলিতে আহত ভারতীয় যুবক মিলন মিয়াকে (২০) ২৪ ঘণ্টা পর বিএসএফের কাছে ফেরত দিয়েছে বিজিবি।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অনন্তপুর বড়ই তলা সীমান্তের ৯৪৬-এর ৩ নম্বর সাব পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে তাকে ফেরত দেয়া হয়।

তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাইদানেরকুঠি গ্রামের জগু আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তের ৯৪৬/৫ নম্বর পিলারের পাশ দিয়ে মাদকসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ১৯২ বিএসএফের ঝিকরি ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বাংলাদেশে এসে তার নানার বাড়ি জেলার নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ দোয়ালীপাড়া গ্রামের মকবুল হোসেনের বাড়িতে আশ্রয় নেন ওই যুবক। পরে নাগেশ্বরী থানার পুলিশ তাকে আটক করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অনন্তপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর এবং ভারতের পক্ষে ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের এসি নিতিশ কুমার ও বিএসএফ জওয়ানরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বিএসএফের গুলিতে আহত ভারতীয় যুবককে ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল