২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
সরকারি নিষেধাজ্ঞা অমান্য

ঢাকাগামী কোচের সুপারভাইজার ও চালকের জরিমানা

ঢাকাগামী কোচের সুপারভাইজার ও চালকের জরিমানা - ছবি - সংগৃহীত

করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঢাকাগামী একটি কোচের সুপারভাইজার ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মীরডাঙ্গী বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার ঢাকাগামী নাজ ক্লাসিক পরিবহনের ওই সুপারভাইজার ও চালককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুপারভাইজার নুরুজ্জামান ও চালক ফারুক আহম্মেদ।

সংশ্লিষ্টরা জানান, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহনের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সুপারভাইজারকে ৫ হাজার ও চালকের লাইসেন্স না থাকায় তাকে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় থানার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement