১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বেরোবি ভিসির বিরুদ্ধে ৪৫ অভিযোগ : তদন্তে নামছে ইউজিসি

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ - ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতাসহ ৪৫টি অভিযোগ তদন্তে মাঠে নামছে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আগামী ১৪ মার্চ ইউজিসির তদন্ত দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে বলে জানা গেছে।

ইউজিসির সিনিয়র সহকারী সচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে ভিসি কলিমউল্লাহ’র বিরুদ্ধে ৪৫টি অভিযোগ এনে তা তদন্তের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের সরকারপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক।

অভিযোগকারী অন্য শিক্ষকরা হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল কবির, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন।

অভিযোগপত্রে তার বিরুদ্ধে ৪৫টি অভিযোগ আনা হয়। এতে রাষ্ট্রপতির নির্দেশনা অমান্য করে ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতি, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ধামাচাপা দেয়া, ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ, শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি-অনিয়ম, নিয়োগ বোর্ডের সভাপতি হয়েও অনুপস্থিত থাকা, নিরাপত্তাহীন ক্যাম্পাস, ইচ্ছেমতো পদোন্নতি, আইন লঙ্ঘন করে একাডেমিক প্রশাসনিক পদ দখল ও ক্রয় প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন এবং সবক্ষেত্রে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়।

এসব অভিযোগেরই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। ইউজিসির পত্রে আগামী ১৪ মার্চ বেলা ১১টায় ক্যাম্পাসে অভিযোগকারী সাত শিক্ষককে দলিলসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘২০১৯ সালে ভিসির নানা অনিয়ম-দুর্নীতির ৪৫টি অভিযোগ শিক্ষামন্ত্রী বরাবর পেশ করেছিলাম। দীর্ঘদিন পর ইউজিসির একটি তদন্ত দল আগামী ১৪ মার্চ অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ে আসবেন বলে একটি চিঠি দিয়েছেন। ওইদিন তদন্ত কমিটির কাছে অভিযোগ প্রমাণের কাগজপত্রসহ সাক্ষীদের নিয়ে উপস্থিত থাকব।’

ভিসির একান্ত সচিব আমিনুর রহমান বলেন, ‘ইউজিসির তদন্ত কমিটির পাঠানো চিঠি পাওয়া গেছে।’


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সকল