২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সৈয়দপুরের প্রথম নারী পৌর মেয়র হলেন রাফিকা জাহান আকতার বেবী

-

নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী মেয়র হলেন রাফিকা জাহান আকতার বেবী। পঞ্চম ধাপের পৌর নির্বাচনে রোববার ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে তাকে মেয়র ঘোষণা করেন নির্বাচন কর্তৃপক্ষ।

প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থীকে পিছনে ফেলে তিনি ২৮ হাজার ২ শ' ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বামী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আখতার হোসেন বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র প্রার্থী হাজী রশিদুল হক সরকার পেয়েছেন ১০ হাজার ৯ শ' ৭৫ ভোট। এছাড়া জাতীয় পার্টির আলহাজ্ব সিদ্দিকুল আলম পেয়েছেন ৯ হাজার ৬ শ' ৩৩, স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) ব্যবসায়ী রবিউল আউয়াল রবি পেয়েছে ১ হাজার ৮ শ' ৯২ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ নুরুল হুদা পেয়েছেন ১ হাজার ৮ শ' ৪৩ ভোট।

বিজয়ে অভিবাদন জানিয়ে তার প্রতি শুভ কামনা জ্ঞাপন করেছেন সৈয়দপুর আওয়ামীলীগের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, জেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খানসহ আওয়ামীলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী।


আরো সংবাদ



premium cement