২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভূরুঙ্গামারীতে ঘরের চাবি পেল ২০০ ভূমি ও গৃহহীন পরিবার

ভূরুঙ্গামারীতে ঘরের চাবি পেল ২০০ ভূমি ও গৃহহীন পরিবার - নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২শ’ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক সুজাউদ্দৌলা সুবিধাভোগীদের হাতে চাবি ও দলিল তুলে দেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান সিরাজ ও সহকারি কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্তিত ছিলেন।

ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের বিধবা পরীজন বেগম ও পাথরডুবি ইউপির আলিম উদ্দিন ঘরের চাবি ও জমির দলিল পেয়ে জানান, আগে মানুষের জমিতে থাকতাম, সরকারি ভাবে ঘর ও জমি পেয়ে আমরা খুব খুশি।


আরো সংবাদ



premium cement