২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আটক ১৩

ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আটক ১৩ - নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছানছার আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ১৩ জনকে আটক করে পুলিশ।
বুধবার সকালে আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামের ছানছার আলীর ভোগদখলকৃত ২৪ শতক জমিতে একই গ্রামের মৃত বরকত আলীর ছেলে সাইফুর রহমান দখলের উদ্দেশে জোরপূর্বক পানি সেচ দেন। এতে ছানছার আলীর বড় ছেলে জহুর আলী বাধা দিলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতা-হাতি হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে উভয়কে সরিয়ে দেয়। এ ঘটনার জের ধরে বিকেলে সাইফুরসহ ২০ থেকে ২৫ জন ভাড়াটে লোক রামদা, চায়নিজ কুড়াল ও লাঠি-সোটাসহ ছানছার আলীর বাড়িতে হামলা চালায়।

এ সময় জহুর আলী (৫০), তার ভাই একরামুল হক (৪৩), ছেলে শফিকুল (৩০), ও জাইদুল (১৭) গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ১৩ হামলাকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন সাইফুর রহমান (৬৩), শহিদুল (২৫), মোজাফ্ফর (৫৫), শাহিন (২২), সাজ্জাদ (২৬), রশিদুল (২৪), রাসেল (২২), হাফিজুর (২৩), আরিফ (২০), জোবাইদুল (৩৬), বিশ্বনাথ (২৫) ও ইসমাইল (২৬)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ছানছার আলীর ছেলে একরামুল হক আটককৃত ১৩ জনসহ মোট ১৫ জনের নামে মামলা দায়ের করলে বুধবার আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

সকল