২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্বতন্ত্রপ্রার্থীর কাছে নৌকার ভরাডুবি

স্বতন্ত্রপ্রার্থীর কাছে নৌকার ভরাডুবি - নয়া দিগন্ত

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রহমান মিয়া। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট। শনিবার রাতে নাগেশ্বরী কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া যায়।

এ ছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৮৭১, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু পেয়েছেন পাঁচ হাজার ৭২৬ ও বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৯ ভোট।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে মোট ৪৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ হাজার ৪৭২ জন এবঙ নারী ভোটারের সংখ্যা ২৩ হাজার ৩৮৬ জন।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন। এ ছাড়াও কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা নাগেশ্বরী। ২০০১ সালের ৮ জুলাই মাসে গঠিত হয় এটি। ২০১১ সালে দ্বিতীয় ও ২০১৫ তে প্রথম শ্রেণীতে উন্নীত হয় এটি। ৪২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার জনসংখ্যা ৯২ হাজার ৩২৮ জন।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল