২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আগুন পোহাতে গিয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

আগুন পোহাতে গিয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী দগ্ধ -

নীলফামারীর সৈয়দপুরে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী। অগ্নিদগ্ধ লিসা (২৫) ওই এলাকার মাছ বিক্রেতা মাসুদের স্ত্রী। তার শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, লিসা রান্নাঘরে চুলায় আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। ওই সময় তার গায়ের চাদরে আগুন লেগে যায়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মাছ বিক্রেতা মাসুদ জানান, সকাল বেলা আমার স্ত্রী চুলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিলেন। ওই সময় গায়ের চাদরে আগুন লেগে তিনি দগ্ধ হয়েছেন।

সৈয়দপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement