২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল - ছবি : নয়া দিগন্ত

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ একদলীয় শাসন চলছে। মানুষ এ থেকে পরিত্রাণ চায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশ চলুক, এটি দেশের মানুষের একান্ত চাওয়া। সেজন্য আগামী ১৬ জানুয়ারির দিনাজপুর পৌর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই আমরা এই পৌর নির্বাচনে অংশ নিয়েছি। এ নির্বাচনে ধানের শীষের বিজয় মানে এদেশের গণমানুষের বিজয়। ধানের শীষের বিজয় মানে দেশের গণতন্ত্রের বিজয়।

বৃহস্পতিবার দিনাজপুর শহরের রামনগর মোড়ে ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দিনাজপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবেদ আলীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, আক্তারুজ্জামান জুয়েল, মাহবুবুল হক হেলাল, মোকাররম হোসেন এবং পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দেশ আজ গভীর সঙ্কটে নিপতিত। এমতাবস্থায় আমাদের সচেতন হতে হবে। দেশ ও গণতন্ত্র বাঁচাতে সোচ্চার হতে হবে। ধানের শীষ মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে। তারুণ্যের অহংকার তারেক রহমান আবার আমাদের মাঝে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে দেশ গঠনে কাজ করতে পারবেন।

পরে সন্ধ্যায় শহরের স্টেশন চত্বরে ও ফুলবাড়ী বাসস্ট্যান্ডে দুটি পৃথক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল।

ধানের শীষের পক্ষে বৃহস্পতিবার দিনভর দিনাজপুর শহরের রাস্তাঘাট মিছিলে মিছিলে পরিপূর্ণ ছিল। পৌর এলাকার মাঝাডাঙ্গা এলাকা থেকে রামনগরের পথসভায় আসা জনৈক ষাটোর্ধ বৃদ্ধ আব্দুল খালেক বলেন, ‘ভোট ধানের শীষতে দিম, উন্নয়নের দরকার নাই। বুকটাতো মিলাবা পারিমো। অইন্য কেহ মেয়র হইলে হামরা তো ওর গড়তে ভিরিবা পরিমো নাই।’


আরো সংবাদ



premium cement