২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে ছাত্রীকে গণধর্ষণ : গ্রেফতারকৃত এএসআইকে আদালতে নেয়া হচ্ছে

- নয়া দিগন্ত

আটকের ৯০ ঘণ্টা পর ১০ম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অ্যাসিটেন্ট সাব ইন্সপেক্টর (এএসআই) রায়হানুল ইসলাম ওরফে রাজুকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার যেকোনো সময় তাকে আদালতে তোলা হতে পারে। এছাড়াও আদালতে তার রিমান্ডের আবেদন করা হবে বলেও জানা গেছে।

মামলার তদন্ত সংস্থা পিবিআইয়ের রংপুর জেলার পুলিশ সুপারের জাকির হোসেন জানান, বুধবার রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতে বিচারক মো: জাহাঙ্গীর আলমের খাস কামরায় নির্যাতিতা ১০ম শ্রেণীর ছাত্রী ২২ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে এএসআই রায়হানুলের ঘটনার সাথে সম্পৃক্ততার কথা জানায় নির্যাতিতা। এরপর রাত পৌনে ১০টায় মেট্রোপলিটন পুলিশের হেফাজতে থাকা এএসআইকে গ্রেফতার দেখিয়ে পিবিআই অফিসে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার যেকোনো সময়ে তাকে আদালতে তোলা হবে এবং সেখানে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে। এর আগে ওই মামলায় গ্রেফতার হওয়া লালমনিরহাটের থানাপাড়া এলাকার আবুল কালাম আজাদ ও বাবুল হোসেন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ওই মামলায় সহযোগী হিসেবে ঘটনাস্থলের ভাড়াটিয়া সুমাইয়া পারভীন মেঘলা ও শম্পা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজু হারাগাছ থানায় কর্মরত অবস্থায় ময়না কুঠিকচুটারী এলাকার ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে মেঘনার ভাড়া বাড়িতে নিয়ে এসে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। গত রোববার রাতে এ ঘটনায় মামলা হওয়ার পরপরই এএসআই রায়হানুলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন, সাময়িক বরখাস্ত হওয়া ও পুলিশ লাইনে ক্লোজড থাকা ডিবির এএসআই রায়হানুল ইসলামকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন।


আরো সংবাদ



premium cement