২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রুহিয়া-পাটিয়াডাঙ্গী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন থাকায় সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ। - ছবি : নয়া দিগন্ত

সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেতুটি। এরপর এলাকাবাসীর উদ্যোগে পাকা সেতুর সঙ্গে জুড়ে দেয়া হয় বাঁশের সাঁকো। এভাবেই কোনো রকমে যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। কিন্তু সামনের বর্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। কারণ, তখন পানি বেড়ে নড়বড়ে বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।

টাংগন নদীর উপর দিয়ে বয়ে যাওয়া এই সেতুটি ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের। এটি ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন ও আশপাশের ইউনিয়নের ৩০ হাজার মানুষের রুহিয়া থানায় যাতায়াতের একমাত্র মাধ্যম।

সরেজমিনে দেখা গেছে, সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন থাকায় সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হেঁটে সেতু পার হচ্ছেন স্থানীয় লোকজন। গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যার কারণে ব্রিজটির সংযোগ সড়কের প্রায় ২০ মিটার বিলীন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো: গণি মিয়া জানান, সেতুটি সড়ক থেকে বিচ্ছিন্ন থাকায় বড়গাঁও ইউনিয়ন ও রাজাগাঁও ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষের চরম দুর্ভোগ যাচ্ছে। বর্ষায় বাঁশের সাঁকো ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: খাদেমুল ইসলাম সরকার জানান, সড়ক থেকে সেতু বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে স্থানীয় লোকজন বাঁশ ও কাঠ দিয়ে সাঁকোটি তৈরি করে সেতুর সাথে সংযোগ স্থাপন করে কোনোরকমে চলাচল করছে।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী, এলজিইডি, ঠাকুরগাঁও সদর ইসমাইল হোসেন জানান, সড়কটি পরিদর্শন করা হয়েছে, যত দ্রুত সম্ভব সমস্যা দূর করা হবে।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল