২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল - ছবি : নয়া দিগন্ত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নীলফামারী জেলার তিন লাখ এক হাজার ৭৯ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

রোববার সকাল ১১টায় সিভিল সার্জন দপ্তর আয়োজিত গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ কর্মশালায় এই তথ্য জানান নীলফামারী সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর কবির।

সিভিল সার্জন জানান, আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নীলফামারীসহ সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬০টি ইউনিয়ন ও দুইটি প্রথম শ্রেণীর পৌরসভায় এক হাজার ৫৮৭টি কেন্দ্রে মোট তিন লাখ এক হাজার ৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৮৮৯ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭১ হাজার ১৯০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


আরো সংবাদ



premium cement