২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাকা থেকে পদযাত্রাকারী হানিফ এখন রংপুরে

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাকা থেকে পদযাত্রাকারী হানিফ এখন রংপুরে - ছবি : নয়া দিগন্ত

দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে বলে দাবি করে হানিফ বাংলাদেশি বলেছেন, অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। সেজন্যই তিনি প্রতিকী লাশ নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন।

তিনি শনিবার বিকেলে পদযাত্রার ১৬তম দিনে রংপুরে আসলে নগরীর পার্কের মোড়ে তাকে স্বাগত জানান ছাত্র অধিকার রক্ষা পরিষদ, রাষ্ট্রচিন্তা ও জন সংগ্রামী পার্টি নামের তিনটি সংগঠন তিনটির নেতাকর্মীদের আমন্ত্রণে তিনি রংপুরে যাত্রাবিরতি করেন। গত ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে প্রতিকী কফিনের লাশ ঘাড়ে নিয়ে পদযাত্রা শুরু করেন। যাবেন ফেলানী হত্যাকাণ্ডের স্থান কৃড়িগ্রামের অনন্তপুর সীমান্তে।

এসময় হানিফ বাংলাদেশি বলেন, বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় যখনই যারা এসেছে, তারা শুধু ভারতের তোষামোদি করেছে। ফলে সীমান্ত হত্যা যেন বন্ধ হয় এজন্য তার পদযাত্রার প্রতি সংহতি জানিয়ে সংগঠনেগুলোর নেতৃবৃন্দও সীমান্ত হত্যা বন্ধের দাবি জানান। 


আরো সংবাদ



premium cement