২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

‘১০ টাকা কেজিতে চাল পাই, শেখের বেটির ঘরোত ঘুমাই’

‘১০ টাকা কেজিতে চাল পাই, শেখের বেটির ঘরোত ঘুমাই’ - নয়া দিগন্ত

‘১০ টাকা কেজিতে চাল পাই শেখের বেটির ঘরোত ঘুমাই’- মুজিব শত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি পেয়ে এভাবেই মনের ভাব প্রকাশ করলেন মিঠাপুকুর উপজেলার বকুল ও তোতা মিয়ারা। এ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি পেয়েছেন ৭৫ পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহহীনদের দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ৩৪টি ও ২০১৯-২০ অর্থ বছরে ৫১টি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ৭৫টি পরিবারের মধ্যে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির পরিবার রয়েছে ১০টি। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া বলেন, চেংমারী ইউনিয়নের ফুলচৌকি গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে রশিদা বেগমের ঘর তোলার জায়গাটুকুও ছিল না। ৭৫ হাজার টাকা দিয়ে জায়গা কিনে তাকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ১৭টি ইউনিয়নের ৭৫ জন অসহায় অসচ্ছল নারী ও পুরুষকে দুর্যোগ সহনীয় টিনশেড পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

সরেজমিনে ঘর প্রাপ্ত চেংমারী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত, নিজাম উদ্দিনের ছেলে তোতা মিয়া, খোড়াগাছ ইউনিয়নের রূপসী সর্দারপাড়া গ্রামের বকুল চন্দ্র বলেন, হামরা ১০ টাকা কেজিতে চাল পাই, শেখের বেটির ঘরোত ঘুমাই। ফুলচৌকি গ্রামের বিধবা রশিদা বেগমের কাছে জানতে চাইলে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘মা বাপেও মোক থাকার জায়গা করিয়া দিয়া যায় নাই, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোক বাড়ি বানাইয়া দিছে। মুই দোয়া কঁরো শেখের বেটি যুগযুগ বাঁচি থাক।’

উপজেলা আওমীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান মঞ্জু বলেন, গৃহহীনদের জন্য গৃহ টিনশেড পাকা বাড়ি নির্মাণ কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। পর্যায়ক্রমে উপজেলার অনেক অসচ্ছল গৃহহীন পরিবার এই সুবিধা ভোগ করবেন।


আরো সংবাদ



premium cement
হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : মন্ত্রী মোস্তাফিজ চলে আসাটা যেভাবে দেখছেন চেন্নাইর কোচ ঢাকা ছাড়লেন কাতারের আমির

সকল