১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ফুলবাড়িতে আবারো বন্যা, পানিবন্দী হাজারো পরিবার

ফুলবাড়িতে নতুন করে বাড়িঘরে বন্যার পানি উঠেছে - ছবি : নয়া দিগন্ত

গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ধরলা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ উপজেলায় আবারো বন্যা দেখা দিয়েছে। তৃতীয় দফা বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় অবিরাম বৃষ্টিপাতের কারণে পানিবন্দী মানুষদের দুর্ভোগ বেড়েছে। গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চর গোরকমণ্ডল, চর পেচাই, গোরকমণ্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, কিশামত শিমুলবাড়ি, যতিন্দ্র নারায়ণ, সোনাইকাজি, রোশন শিমুলবাড়ি, কবিরমামুদ, প্রাণকৃঞ্চ, জোৎকৃষ্টহরি, চর বড়লই, বাংলাবাজার, বড়ভিটা, চর ধনিরাম, ধনিরাম, খোচাবাড়ি, চর খোচাবাড়ি, রাঙ্গামাটি, ভাঙ্গামোর এলাকার প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের পাশে কুড়িগ্রাম সদর উপজেলার সারোডোব এলাকায় বন্যার পানির স্রোতে বেড়িবাধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। ওই এলাকার ৭০০ হেক্টর রোপা আমন ক্ষেত, ৫০ হেক্টর সবজি ক্ষেত, ২০ হেক্টর মাষকালাই ক্ষেত ও ৩০ হেক্টর কলাবাগান তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি সূত্রে জানা গেছে।

রাজারহাট (কুড়িগ্রাম) কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় ১২৮ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী তিন থেকে চার দিন আরো ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি এলাকায় শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসিদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। আপাতত পানিবন্দীদের জন্য জি আর-এর কোনো বরাদ্দ নেই। তবে পানিবন্দী ২ হাজার ৫০০ পরিবারের তালিকা জেলায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভারী বৃষ্টিতে দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিসহ অবস্থা বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভরিতে ২০৬৫ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল! কূটনীতিতে বাইডেনবিরোধী হতে চান ট্রাম্প পেনাল্টিতে সাফল্য রিয়ালের জয়ের মানসিকতার প্রমাণ কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন

সকল