১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে শালিকাকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করলো দুলাভাই

রংপুরে শালিকাকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করলো দুলাভাই - ছবি : নয়া দিগন্ত

রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যান্ডে প্রকাশ্যে শত শত মানুষের উপস্থিতিতে সাবেক দুলাভাই কুপিয়ে শ্যালিকাকে হত্যা করেছে। নিহতের ওই নারীর নাম রনি বেগম (২৪)। শনিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি সুরেশ চন্দ্র জানান, নিহত রনি বেগম উপজেলার সদর ইউনিয়নের আরিজপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছোট মেয়ে। শুক্রবার দুপুরে বাসস্ট্যান্ডে ঢাকার টিকেট কাটার জন্য আসেন রনি বেগম। এসময় সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা সাবেক দুলাভাই একই গ্রামের ডিপটি মিয়ার ছেলে শফি মিয়া (৩৩) তাকে শতশত মানুষের সামনে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, রনির বড় বোন সাবিনা বেগমকে বিয়ে করেছিলেন শফিউল ইসলাম শফি। কিন্তু তার নজর পড়ে যায় শ্যালিকা রনির ওপর। সেকারণে সাবিনা বেগমকে তালাক দিয়ে রনিকে বিয়ে করার জন্য নানাভাবে উত্যক্ত্য করতেন শফি। উপায়ন্তর না দেখে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন রনি। সেখানে বগুড়ার ধুনন উপজেলার রুবেল নামে এক ছেলের সাথে প্রেমের সূত্র ধরে তাদের বিয়ে হয়। বিয়ের পর বাড়িতে ঈদ করার জন্য এসেছিলেন রনি বেগম। তারা ঢাকায় একসাথে থাকতেন পোশাক কারখানায়।

এ ঘটনায় নিহতের ভাই মনোয়ারুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। তবে  শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সকল