২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টানা বৃষ্টিপাতে বিপাকে ভুট্টা চাষীরা

রোদ না পেয়ে ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে - ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে ভুট্টা চাষীরা চরম বিপাকে পড়েছেন। তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে কৃষকরা ক্ষেতের ভুট্টা শুকাতে পারছেন না। রোদ না পেয়ে ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে।

সোমবার সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন খোলা জায়গা ও চাতালে পানি জমে আছে। আর অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।

পঞ্চগড় সদর উপজেলার জগদল দক্ষিণ গোয়াল পাড়ার কৃষক গোলাম রব্বানী মানিক বলেন, কয়েক বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ভালো ফলন হয়েছে। এ বছর বৃষ্টিপাত আগেভাগে শুরু হওয়ায় ভুট্টা চাষীরা চরম বিপাকে পড়েছেন। ভুট্টা মাড়াই করে রোদে শুকাতে পারছি না। বৃষ্টিপাতের কারণে অনেকের ভুট্টা পচে যাচ্ছে।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কৃষিবিদ আবু হানিফ বলেন, পঞ্চগড়ে বিগত বছরের তুলনায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অনেক কৃষক ভুট্টা ঘরে তুলতে পারছেন না। বৃষ্টি বন্ধ হলে কৃষকরা ভুট্টা রোদে শুকিয়ে ঘরে তুলতে পারবেন।


আরো সংবাদ



premium cement