২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভূরুঙ্গামারীতে শিশুসহ ৫ জনের করোনা শনাক্ত

ভূরুঙ্গামারীতে শিশুসহ ৫ জনের করোনা শনাক্ত -

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রোববার এক শিশুসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  করোনা আক্রান্ত শিশুটির বয়স ৩ বছর। ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা শিশুটি।

অপরদিকে ভূরুঙ্গামারী ইউএনও অফিসের অফিস সুপার ও উপজেলা পরিষদের সিএ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের দুজনের বাড়ি যথাক্রমে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ও ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার গ্রামে। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা ৬ জুলাই রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। রোববার প্রকাশিত ফলাফলে তাদরে করোনা পজেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, একই দিনে পাঁচজনের করোনা সনাক্ত হওয়াটা কমিউনিটি সংক্রমণের লক্ষন। উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ২৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেনে ১৩ জন। রংপুর কোভিট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ০২ জন। আজকে শনাক্ত হওয়া ৫ জনসহ আইসোলেশনে রয়েছেন আরো ০৫ জন।

এসময় উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে চলাফেরা করার আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement