১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হিলিতে ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি

হিলিতে ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের হিলিতে করোনাকালীন জনগণের পাশে দাড়াতে ভিন্ন ধর্মী উদ্যেগ নিয়েছে হিলির ওষুধ ব্যবসায়ীরা। বাজার মূল্যের চেয়ে তারা শতকরা ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি শুরু করেছে। এতে স্থানীয় রুগীরা উপকৃত হবে বলে তারা মনে করেন।

বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, সমিতির ৩২ জন ওষুধ ব্যবসায়ী সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়ে ওষুধের গায়ের এমআরপি মুল্য থেকে শতকরা ৬ শতাংশ ছাড় দিয়ে ওষুধ বিক্রি শুরু করেছেন। এছাড়াও সপ্তাহে একজন ডাক্তার দ্বারা গরিব অসহায় রুগীদের ফ্রি চিকিৎসা দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হিলি বাজারে ওষুধ কিনতে আসা মিজানুর রহমান জানান, আগে বাজারে এমআরপি (বাজার মূল্য) মোতাবেক ওষুধের দাম নেয়া হতো। আজ দেখছি দোকানিরা ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি করছে। করোনাকালীন ওষুধের দাম কম নেয়ায় তিনি খুশি।

হিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী জানান, বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি করোনাকালীন ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রির উদ্বোগকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জনগণ ছাড় পেয়ে উপকৃত হবে। ওষুধ ব্যবসায়ীদের এই উদ্যোগকে অব্যাহত রাখার আহবান জানান তিনি।

হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির এ ধরনের উদ্যোগ খুবই ভালো। তারা ৬ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রিসহ বিনা ভিজিটে সপ্তাহে এক দিন ডাক্তার দ্বারা জনগণের চিকিৎসা সেবা করার উদ্যোগ নিয়েছে এটা একটি মহৎ উদ্যোগ।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল