১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সৈয়দপুরে ২০৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আটককৃত তিন মাদকব্যবাসয়ী -

নীলফামারীর সৈয়দপুর শহরের রংপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সানী অটো রাইসমিলের সামনে থেকে কার যোগে ফেনসিডিল পাচারকালে ৩ জনকে আটক করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীরা হলো দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত সাহের উদ্দিনের ছেলে মো: আক্কাস আলী (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার মৃত হাজী খলিলুর রহমানের ছেলে মো: সিরাজুল ইসলাম (৫২) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মো: আরিফুল ইসলাম আরিফ (৩৬)।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, মাদকমুক্ত নীলফামারী গড়ার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা টিমের অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এসআই মোহাম্মদ রেজানুর রহমান, এসআই মো: জামাল উদ্দিন, এসআই মো: মামুনুর রশিদসহ জেলা গোয়েন্দা শাখার অন্যান্য অফিসার ফোর্সদের সহায়তায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক মামলার আসামী উল্লেখিত ৩ জনকে ২০৫ বোতল ফেনসিডিল ও একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কারসহ আটক করা হয়।
তাদের প্রদত্ত তথ্য মতে মাদক ব্যবসায়ীর মূল হোতাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল