২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভূরুঙ্গামারীতে দূরপাল্লার পরিবহনের জরিমানা

ভূরুঙ্গামারীতে দূরপাল্লার পরিবহনের জরিমানা -

সরকারি বিধি লঙ্ঘন করে অতিরিক্ত যাত্রী বহন করায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পরিবহনকে জরিমানা করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে কচাকাটা থানার সাধুর মোড় থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকাগামী লিমন এক্সক্লুসিভ নামে একটি পরিবহন ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ বাসটি আটক করে। সরকার ঘোষিত নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম জানান, লিমন এক্সক্লুসিভ নামের পরিবহনটি তাদের প্রত্যেকটি আসনে যাত্রী পরিবহনের পাশাপাশি ইঞ্জিন কভার ও মাঝের করিডোরে দাঁড় করিয়ে যাত্রী বহন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।


আরো সংবাদ



premium cement