২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত ৫

গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত ৫ - ছবি : সংগৃহিত

রংপুরের গাইবান্ধায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী।

তিনি জানান, রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী জানিয়েছেন, রোববার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ৩ হাজার ৪৫৮ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২ হাজার ৯৪২ জনকে। এখন হোম কোয়ারেন্টাইন আছেন ৫১৬ জন। যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন এ গেছেন ৫৮ জন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১০ জন, হাসপাতালের আইসোলেশনে আছেন ৪ জন, কোভিড-১৯ সনাক্ত হয়েছে গাইবান্ধায় ৫ জন। 

তিনি আরো জানান, রোববার সকাল পর্যন্ত কোয়ারেন্টাইনদের মধ্যে রংপুরের ৪৮৪ জনের মধ্যে বর্তমানে ৭৬  জন, পঞ্চগড়ে ৬৯৯ জনের মধ্যে ৪০ জন, নীলফামারীতে ২৭৮ জনের মধ্যে ১৬ জন, লালমনিরহাটে ২০০ জনের মধ্যে ৪৮ জন, কুড়িগ্রামে ৩৪২ জনের মধ্যে৩০ জন, ঠাকুরগাওয়ে ৩০৯ জনের মধ্যে ৬৯ জন, দিনাজপুরে ৭৯৫ জনের মধ্যে ৭২ জন এবং গাইবান্ধায় ৩৫৫ জনের মধ্যে ১৯০ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।

বর্তমানে বিভাগটির ৮ জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশফেরত আরও ৫৮ জন। এ নিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১৬ জন।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নুরন্নবী লাইজু জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে এ পর্যন্ত ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে কারো করোনা সনাক্ত হয়নি। আরো ২টি নমুনা জমা পড়েছে। সেগুলো সোমবার একসাথে পরীক্ষা করা হবে।


আরো সংবাদ



premium cement
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন যারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের নিজ দেশে ৫ বছর পর ফিরল দিপক চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিরাপত্তা-বিষয়ক আলোচনা করতে উত্তর কোরিয়ায় রুশ গোয়েন্দা প্রধান

সকল