২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনাভাইরাস : রমেকে পরীক্ষা করা ৪২ নমুনার ফলাফল ঢাকায়

- ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা করা করোনাভাইরাস সন্দেহভাজন ৪২ জনের নমুনার ফলাফল ঢাকায় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কন্ট্রোলরুমে পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল সোয়া নয়টায় এগুলো পাঠানো হয়।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রফেসর এ কে এম নূর-উন-নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল পৌনে দশটা থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত আমাদের পিসিআর ল্যাবরেটরিতে ৪২টি নমুনা নিপুণভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের প্রয়োজনীয় শিট আজ শনিবার সকাল ৯টায় ডিজি হেলথ-এর কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে তারা আইইডিসিআর-এর মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ৪২টি করোনা আক্রান্ত সন্দেহ নমুনা জমা পড়ে। যার মধ্যে ১১টি রংপুরের এবং বাকি ৩১টি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার।


আরো সংবাদ



premium cement