২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

-

সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ মানুষের উপর গুলিবর্ষণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে কাউকে অহেতুক গ্রেফতার না করাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের হিলি আইসিপি বিজিবি ক্যাম্পে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক এবং বিএসএফ’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টিপিএস সিদু। এসময় উভয় বাহিনীর স্টাফ অফিসাররা বৈঠকে উপস্থিত ছিলেন।

বেলা দুইটা পর্যন্ত চলা ওই বৈঠক শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক সাংবাদিকদের জানান, দুই বাহিনীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ একমত পোষণের পাশাপাশি সমন্বিতভাবে টহল ব্যবস্থা জোরদারের সিন্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে ভারতীয় বিএসএফ প্রতিনিধি দল বেলা সোয়া দুইটায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেট দিয়ে পুনরায় ভারতে ফেরত চলে যান।

এর আগে বিএসএফ প্রতিনিধি দল বেলা ১১টায় ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় উপস্থিত হলে বিজিবি কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আরো সংবাদ



premium cement