২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হিলি সীমান্তে ভুয়া বিজিবি সদস্য আটক

হিলি সীমান্তের ভুয়া বিজিবি সদস্য আটক - নয়া দিগন্ত

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় ফিরোজ আলী খাঁন রাজ (২৯) নামের এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে গেটে কর্মরত বিজিবি। রবিবার দুপুরে চেকপোষ্ট গেট দিয়ে ভারতে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

হিলি আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার তবিবুর রহমান জানান, ওইদিন দুপুরে ফিরোজ আলী খাঁন রাজ নামের এক যুবক নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে ইমিগ্রেশন চেকপোষ্ট গেট দিয়ে ভারতে যাবার চেষ্টা করছিলেন। এসময় জিরোপয়েন্ট গেটে কর্মরত বিজিবি কমান্ডার নায়েব রাকিব হাসান তার পরিচয় জানতে চায়। এসময় ফিরোজ নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেয় এবং তার কাছে থাকা বিজিবি’র একটি পরিচয় পত্র দেখান। ফিরোজের আইডি কার্ডটি ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে আটক করে হাকিমপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

আটককৃত ফিরোজ আলী খাঁন রাজ জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে।


আরো সংবাদ



premium cement