২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সরকারি হাসপাতালে বাবুর্চি যখন ডাক্তার

রোগীর চিকিৎসায় জাহিদুল - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারী সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারের বদলে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এক বাবুর্চি। হাসপাতালে সরেজমিনে গিয়ে জরুরি বিভাগে বাবুর্চি জাহিদুল ইসলামকে রোগীর ক্ষতস্থানে চিকিৎসা দিতে দেখা যায়।

পাশাপাশি গুরুতর আহত ব্যক্তিদের কাটা-ছেঁড়া ও সেলাই পর্যন্ত করেন বাবুর্চি জাহিদুল। কিন্তু ওই বিভাগে নিয়মিত সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) নিয়োজিত থাকার কথা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নিয়োগকৃত বাবুর্চি হলেন মিন্টু। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশে রোগীদের খাবার সরবরাহ ও রান্নার কাজ করে থাকেন জাহিদুল। আবার হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাও করেন তিনি।

এ ব্যাপারে বাবুর্চি জাহিদুল বলেন, এখানে মাঝে-মধ্যে ডিউটিরত কোনো ডাক্তার না থাকায় কর্তৃপক্ষের নির্দেশে আমি কাজ করি।

ভুক্তভোগী রোগীরা বলেন, সরকারি হাসপাতালে ডাক্তার থাকলেও বাবুর্চি দিয়ে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এতে করে হাসপাতালে আসা রোগীরা সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিষয়টি স্বীকার করে মেডিক্যাল অফিসার (আরএমও) মো: নাজমুল ইসলাম বলেন, প্রয়োজনের তাগিদে কিছু লোক নেয়া হয়। ওই লোকদের বিভিন্ন সময় কাজে লাগানো হয়।

এই বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মোমেনুল ইসলাম বলেন, জাহিদুল নামের ব্যক্তিকে অতিরিক্ত বাবুর্চি হিসেবে নেয়া হয়েছে। তবে রোগীদের কাটা-ছেঁড়া ও সেলাই করেন কিনা তা আমার জানা নেই।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: হাবিবুর রহমানের সাথে মোবাইলে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলেন।


আরো সংবাদ



premium cement
গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা

সকল