২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিয়ে আলোচনায় রংপুরের কলেজছাত্র

কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি টাকা ফেরত দিয়ে আলোচনায় রংপুরের কলেজছাত্র - নয়া দিগন্ত

এক কলেজ ছাত্রের মহানুভবতায় মুগ্ধ রংপুরের সাধারণ মানুষ। রংপুর আরসিআইটি নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের ছাত্র প্রান্ত অধিকারী ৩ লাখ টাকা কুড়িয়ে পাওয়ার পর সেটা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে ফেরত দিয়েছেন। শনিবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে মুল মালিকের হাতে তুলে দেন মেট্রো পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপি এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন জানান, বেসরকারী পলিটেকনিক আরসিআইটির ট্রেক্সটাইল বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী প্রান্ত অধিকারী শুক্রবার বেতার কেন্দ্রের সামনে ব্যাগ ভর্তি তিন লাখ টাকা কুড়িয়ে পান। বিষয়টি প্রান্ত কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর মেট্রোপলিটন কমিটির কোতয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদারকে জানান। পরবর্তীতে পুলিশ ও রংপুর মহানগর মেট্রোপলিটন কউিনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দের যৌথ প্রচেষ্টায় কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক মোঃ ইব্রাহিমকে খুঁজে বের করা হয়। ইব্রাহিমের বাসা নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায়।

বিষয়টি সুনিশ্চিত হয়ে শনিবার বিকেলে ইব্রাহিমের নিকট কুড়িয়ে পাওয়া টাকা তুলে দেন কমিশনার আব্দুল আলীম মাহমুদ। এসময় অতিরিক্ত মেট্রোপুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মেট্রোপলিন কমিউনিটি পুলিশিংয়ের সভাপদিগ মোঃ ইদ্রিস আলী, কোতয়ালী থানা সদস্য সচিব আব্দুল কাদের দিদার, কুড়িয়ে পাওয়া শিক্ষার্থী প্রান্ত অধিকারী উপস্থিত ছিলেন।

এসময় টাকা ফেরত পেয়ে প্রান্ত অধিকারী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টাকার মালিক ইব্রাহিম। টাকা কুড়িয়ে পাওয়া শিক্ষার্থী নীলফামারীর ডোমারের রনজিত অধিকারীর পুত্র।

এর আগে শুক্রবার বগুড়ায় স্থানীয় সার ব্যবসায়ী রাজীব প্রসাদ (৩৬)  ভুলে এক রিকশায় ২০ লাখ টাকা ফেলে যান। রিকশাচালক লাল মিয়া ওই টাকা ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দেন। টাকা ফেরত পেয়ে ওই ব্যবসায়ী রিকশাচালককে সততা পুরষ্কার হিসেবে তাকে একটা নতুন রিকশা কেনার জন্য ৫০ হাজার টাকা দেন। 


আরো সংবাদ



premium cement