২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কুড়িগ্রামের উলিপুরে ‘অপরাজিতা’র ত্রাণ বিতরণ

-

কুড়িগ্রামের উলিপুর উপজেলার খরখরিয়া গ্রামের নদী ভাঙ্গনে নিঃস্ব পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে রংপুরের পীরগাছা উপজেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘অপরাজিতা’। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ওষুধ, চিনি, সেমাই ও স্যালাইন।

কুরবানীর ঈদের আগের দিন গত ১১ আগস্ট এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘অপরাজিতা’র লিংকন, ফাহিম, মাহদি, তন্ময়, পদক, শোভন, রুবেল, স্মরণ, উৎসব, ফেরদৌস, সেলিম, নাছিম, গৌতম, মোরশেদ ও ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য নাসিমুল হুদা। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, মো: মিনাল হক, জহুরুল হক, মো: রাশেদুল ইসলাম প্রমুখ।

ত্রাণ বিতরণের সময় চিলমারী থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহযোগিতা করেন। ত্রাণ বিতরণ এবং তালিকা তৈরিতে সহযোগিতা করেন দৈনিক নয়া দিগন্তের রংপুরের পীরগাছা উপজেলা সংবাদদাতা মো: গোলাম আযম সরকার।


আরো সংবাদ



premium cement