বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ১৮:৫৪
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় নয়ন মিয়া (১৭) নামের আরেকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম।
নিহত মোতালেব হোসেন খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিসা প্রামানিকে ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ফাইভ স্টার নামের একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মোতালেব হোসেন ও নয়ম মিয়া নামের দুজন গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মোতালেব হোসেন মারা যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা