বগুড়ায় ডোবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
- বগুড়া অফিস
- ০৭ জুলাই ২০২৪, ১৬:২১
বগুড়ায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সাড়ে পাঁচ বছর বয়সী হিমা এবং আড়াই বছর বয়সী জান্নাতী। তারা দুজনেই ওই এলাকার সিএনজিচালক হাবিব ইসলামের মেয়ে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।
নিহত দুই বোনের দাদী বিপা খাতুন বলেন, সকাল ১০টা থেকে বিপা ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। পরে আমি, ওই দুই বোনের মা ও ফুফু তাদের খোঁজাখুঁজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিকেও পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, একটি ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় দুই বোনের লাশ হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা