১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে ভুটভুটির সাথে ধাক্কা খেয়ে সিমুল হোসেন (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিমুল হোসেন নওগাঁ সদর উপজেলার মধ্য দূর্গাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল পৌনে ৬টার দিকে নিহত সিমুল হোসেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে নওহাটা মোড়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলে ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাথে সাথেই স্থানীয়রা নওহাটা মোড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement