১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চিরিরবন্দরে বাসের ধাক্কায় নারী নিহত

চিরিরবন্দরে বাসের ধাক্কায় নারী নিহত - প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে ব্যাটারিচালিত রিকশাভ্যানে বাসের ধাক্কায় বিউটি বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে তার আড়াই বছর বয়সী শিশু রায়হানসহ দুজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি বেগম চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের রবিউল ইসলাম ওরফে আপেলের স্ত্রী। আহত রায়হান আলী বিউটি বেগমের ছেলে এবং অপর আহত রিকশাভ্যানচালক হাফিজুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া থাটারিপাড়ার, বর্তমান চিরিরবন্দর উপজেলার সাহাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার রানীরবন্দর থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে বিউটি বেগম তার ছেলে রায়হান আলীকে সাথে নিয়ে উপজেলার ক্যানেলের বাজার এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে মন্টুশাহর মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী হানিফ পরিবহন নামে একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের আরোহী বিউটি বেগম নিহত হয়। এছাড়া আহত হয় তার ছেলে রায়হান ও রিকশাভ্যানচালক হাফিজুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে চিরিরবন্দর থানা পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দশমাইল হাইওয়ে থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো: মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটির পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


আরো সংবাদ



premium cement