১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ার শাজাহানপুরে আমবাহী ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ সময় সাবেক সেনা সদস্য আহত হয়েছে। বুধবার(১৯ জুন) রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার মাঝিড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মিতু আক্তার (৪৫)। তার স্বামী সাবেক সেনা সদস্য আব্দুল মজিদ (৫০)। তারা শাজাহানপুর থানার মাঝিড়া বন্দর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী সাবেক সেনা সদস্যের স্ত্রী। তারা মোটরসাইকেলযোগে বি-ব্লক থেকে মাঝিড়া আসার পথে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন। ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং ট্রাক আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement