বগুড়ার শেরপুরে লাশ উদ্ধার
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ১৫ জুন ২০২৪, ১৭:৪১
বগুড়ার শেরপুরে মুকুল সরকার (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের শামসুল সরকারের ছেলে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের মুকুল সরকার রাতের খাবার খেয়ে গড়মে অতিষ্ঠ হয়ে শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে শনিবার ভোরে স্থানীয় লোকজন ফজর নামাজ পড়ে বাজারে এলে খোকনের দোকানের পেছনে একজনকে পড়ে থাকতে দেখে। পরে সেখানে গিয়ে মুকুল সরকারে লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা