১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোটারশূন্য ও সাজানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : দুলু

বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভোটারশূন্য ও সাজানো নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রশ্ন রাখেন, যে নির্বাচনে নিজের দলের কাছেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হেরে যান সেটা কি কোনো নির্বাচন হলো?

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ বাংলাদেশের জনগণ বিজয় অর্জন করেছে।

শনিবার (৮ জুন) দুপুরে নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টুর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, ‘আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন? এই আন্দোলন-সংগ্রামে বিএনপির বিজয় হয়েছে। বিএনপির আহ্বানে জনগণ সাড়া দিয়ে ভোটকেন্দ্রে যাইনি। জনগণ ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। কেউ হতাশ হবেন না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন ও সংগ্রাম চলছে-চলবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা সদস্য সচিব দাউদার মাহমুদ। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়া আসনের সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, অ্যাডভোকেট শামীম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল

সকল