নওগাঁয় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
- এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ
- ০৭ জুন ২০২৪, ২০:৩৪
বজ্রপাতে নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় দুই কৃষক ও এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও বদলগাছীতে বজ্রপাতে আরো দু’জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মান্দা উপজেলার সদর ইউপির ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম মন্ডল (৩৫) ও পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউপি'র নাগরগোলা গ্রামের বিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের আবদুল হামিদের স্ত্রী মনিকা বেগম (৩৫)।
আহতরা হলেন- বদলগাছীর গাবনা গ্রামের অবির উদ্দিন ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৫৫) ও আমিন আলী ফকিরের ছেলে আবদুল খালেক ফকির (৩৫)।
নিহত শামসুল আলমের বাবা জানান, তার ছেলে আজ শুক্রবার বিকেলে বাড়ির পাশের রনাহার মাঠে এক বোরো ধানের খেতে ধানের আঁটি গোছানোর কাজ করার সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়া হয়। হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন অপর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ির উঠানে এসে বজ্রপাতের কবলে পড়ে মারা যান। অন্য স্থানে গৃহবধূ মনিকা বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। তাদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বদলগাছীতে শুক্রবার বেলা ৩টার দিকে আহত দুই ব্যক্তি কাজের উদ্দেশে মাঠে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেন। এমতাবস্থায় ঝড়-বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত ঘটলে তারা গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।
তিনটি অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তাগণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা