পাবনায় ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে যুবক হত্যা
- পাবনা প্রতিনিধি
- ০৬ জুন ২০২৪, ২২:৩৯
পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব সরদার (৩০) দাসপাড়া গ্রামের মকশেদ সরদারের ছেলে। নিহত হাবিব সরদার অভিযুক্ত সিরাজ সরদারের ভাজতি জামাই।
পুলিশ, স্থানীয় ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহত হাবিবের শাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এ সময় হাবিব সরদারের স্ত্রীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন। এতে আরো ক্ষীপ্ত হয়ে সিরাজ হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে হাবিবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনা তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা