১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা পরিষদ নির্বাচন

ধুনটে আ’লীগের ২ প্রার্থীর সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন

ধুনটে আ’লীগের ২ প্রার্থীর সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন - ছবি : নয়া দিগন্ত

প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা একই স্থানে একই সময় সমাবেশ ডাকলেও কেউ সমাবেশ করতে পারেনি।

সোমবার (৩ জুন) উপজেলার জোড় শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এই ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান। একইসাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ধুনটে আধা সামরিক বাহিনী (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তারা ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। সন্ধ্যা পর্যন্ত তারা টহল শুরু করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই খোকন এবং ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক জোড়শিমুল বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করেন। এতে এলাকায় সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়ায় ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়।

এছাড়া দুপুর ২টা থেকে ওই সমাবেশস্থলে পাঁচ বা তার বেশি লোকজনের সমাগম, বিস্ফোরক, লাঠিসোঁটা বা উচ্চস্বরে শব্দযন্ত্র বাজানো নিষেধ করেন ইউএনও। এ আদেশের ফলে কোনো প্রার্থীর আশপাশে সমাবেশ করেননি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোড়শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হলে আর কোনো পক্ষ সেখানে সমাবেশ করতে যাননি।

আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বগুড়ার ধুনট, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল