১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড়াইগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুপারী ব্যবসায়ী গ্রেফতার

বড়াইগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুপারী ব্যবসায়ী গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

নাটোরে নিজের মেয়ের কাছে প্রাইভেট পড়তে আসা এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাহারুল ইসলাম বিপ্লব (৫০) নামে এক সুপারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ জুন) বিকেলে বড়াইগ্রামে এ ঘটনা ঘটে।

বিপ্লব উপজেলার বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার মরহুম মকবুল হোসেনের ছেলে।

জানা যায়, দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই শিশুটি বিপ্লবের মেয়ের কাছে প্রাইভেট পড়ত। সে বই খাতা নিয়ে পড়তে আসে। কিন্তু এ সময় শিশুটির শিক্ষিকা বাড়িতে না থাকার সুযোগে বিপ্লব তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি করলে সে তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে গালে কামড়ের দাগ দেখিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement