১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে ফেরার পথে যুবকের মৃত্যু

- ছবি : প্রতীকী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় হাসাবুল মল্লিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাবুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমডাঙ্গার হাট থেকে হাসাবুল মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জেনেছি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement